• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শুক্রবার জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ১১:০৮ এএম
শুক্রবার জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ
ফাইল ফটো

সরকারের পতনের ১ দফা দাবি আদায়ে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৫ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকা হয়।

এতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি ‘জরুরি সভা’ অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সব সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো।

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Link copied!