নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, “বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনের জন্য আগামী রোববার (১৮ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।”
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “রোববারে আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে শিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”
আলমগীর যোগ করেন, “সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”
ইসি বলেন, “নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে।”
সিসি ক্যামেরার বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
আলমগীর বলেন, “আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের প্রতি।”
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এরপর তারা এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন।”
আইনের ভাষা, দাঁড়ি-কমাসহ অন্যান্য দিকগুলো ঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করেই আইন সংশোধন হবে বলেও জানান তিনি।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























