• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ১০ জ্বিলহজ্জ ১৪৪৫

রাজধানীতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, আহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৪:১৮ পিএম
রাজধানীতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, আহত ১
শিকর পরিবহন। ফাইল ফটো

রাজধানীর একটি ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে শিকর পরিবহনের যাত্রীবাহী বাস। এতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে মৎস্য ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান।

মোস্তাজিরুর রহমান বলেন, “বেপরোয়া গতির শিকর পরিবহনের ওই বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে ভেতরে ঢুকে যায়। বাসের ধাক্কায় এসআই মো. রেজওয়ান আহত হন। তার ঠোঁট কেটে গেছে। পরবর্তীতে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

মোস্তাজিরুর রহমান আরও বলেন, “ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Link copied!