• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ব্রিকসের ব্যাংক থেকে বিভিন্ন মুদ্রায় ঋণ মিলবে : আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৯:১৬ পিএম
ব্রিকসের ব্যাংক থেকে বিভিন্ন মুদ্রায় ঋণ মিলবে : আইনমন্ত্রী
ছবি : সংগৃহীত

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে আইন করতে যাচ্ছে সরকার। সোমবার (২৩ অক্টোবর) এ লক্ষে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল–২০২৩’ জাতীয় সংসদে তোলা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের সময় দিয়ে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

সংসদে আনিসুল হক বলেন, “আমাদের প্রস্তাব অনুযায়ী তারা বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত। এই আইনটা করার পরই আমরা সদস্য হবো এবং সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারব। সেজন্য আইনটি পাস করা অত্যন্ত জরুরি, সেজন্য বিলটি আনা হয়েছে।”

আইনমন্ত্রী বলেন, “এ ব্যাংক থেকে শুধু ডলারে ঋণ দেওয়া হবে না। ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ইউরো, রুবল, ইউয়ান যেকোনো কারেন্সিতে ঋণ দিতে পারবে। সেজন্য আমার মনে হয়, এটি অত্যাধুনিক একটি ব্যাংক হচ্ছে, বিশ্বব্যাংক থেকেও।”

আনিসুল হক আরও বলেন, “এটি বহুজাতিক ব্যাংক, সেজন্যই আইনটি অত্যন্ত প্রয়োজন, যেন ব্যাংকটির নতুন যাত্রার সঙ্গে আমরা থাকতে পারি।”

Link copied!