• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বিএনপির হাঁটা-বসা-গণমিছিল কর্মসূচি গতানুগতিক : তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৩:৩৩ পিএম
বিএনপির হাঁটা-বসা-গণমিছিল কর্মসূচি গতানুগতিক : তথ্যমন্ত্রী
ফাইল ছবি

বিএনপি কিছুদিন পরপর কর্মসূচি দেয়, যে কর্মসূচিতে কোনো নতুনত্ব থাকে না। বিএনপি তাদের নেতাদের অন্য দলে চলে যাওয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনির্মাতা সালাহউদ্দিন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির কর্মসূচি নিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, “বিএনপি কয় দিন পরপর হাঁটা কর্মসূচি, কয় দিন বসা কর্মসূচি। কয় দিন গণমিছিল কর্মসূচি—এগুলো গতানুগতিক।”

তিনি আরও বলেন, “বিএনপিকে অনুরোধ জানাব, তাদের দল থেকে যে পালিয়ে যাচ্ছে সেটি নিয়ে একটু কিছু বলার জন্য। তাদের এই পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য তারা এখন রোডমার্চ, তারপর আরও হয়তো অন্য কোনো কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে পালিয়ে যাওয়া, বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্ল্যাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।”

Link copied!