• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৮:০৮ এএম
বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত

রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বৃহস্পতিবার  (৮ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঘটনার প্রতিবাদে সকাল থেকে সারাদেশে (মহানগর ও জেলা পর্যায়ে) বিক্ষোভ কর্মসূচি করবে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে  বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

শায়রুল কবির খান জানান, বিকেল ৩টায় হোটেল লেকশোরের বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সংবাদ সম্মেলন পরে অনুষ্ঠিত হবে। 

শায়রুল কবির খান আরও জানান, নয়াপল্টনে পুলিশি হামলা, গুলিতে নিহত ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার  সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করতে মাঠে থাকবে বিএনপি।
 

Link copied!