• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি রাজনীতিতে ভয়ংকর এক বিষফোড়া : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ১০:৫৩ এএম
বিএনপি রাজনীতিতে ভয়ংকর এক বিষফোড়া : কাদের

বিএনপি রাজনীতিতে ভয়ংকর এক বিষফোড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “এই বিষফোড়া যত দিন আছে, তত দিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, অস্থিরতা সবকিছু থাকবে।”

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির ছোড়া বলে, গুগলি বা আউট হবে না। এই বিষফোড়া যত দিন আছে তত দিন হত্যার ষড়যন্ত্র বন্ধ হবে না। কারণ, এসবের মূলহোতা বিএনপি।”

হত্যা ও খুনের মাস্টারমাইন্ড জিয়া পরিবার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা ও ষড়যন্ত্র শুরু করেছে।” 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!