বিএনপি ব্যর্থ হয়ে ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলা কলেজে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমরা শুনতে পাচ্ছি, গয়েশ্বর আর মির্জা ফখরুলরা বলছেন আমাদের স্বাধীনতা নাকি বাইচান্স চলে এসেছে।”
এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বাইচান্স নেতা হচ্ছে খুনি জিয়াউর রহমান। যিনি বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্র ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে এদেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। মানুষের অধিকারকে হরণ করেছিল।”
নৌ প্রতিমন্ত্রী যোগ করেন, “বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজকে তারা ব্যর্থ হয়ে ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস বিকৃত করছে।”
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে; যেমনটি তারা করোনা মহামারির সময়ে মানুষের পাশে ছিল। অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেখা যায়নি।”
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, “দেশের মানুষও আওয়ামী লীগের সঙ্গে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল দাবি করে নৌ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করেছেন। শব্দহীন মেট্রোরেল উপহার দিয়েছেন। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নাই।”
এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুর রউফ নান্নু প্রমুখ।