• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৩:৩৮ পিএম
বিএনপির ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা

সরকার পতনের বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এবার ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু করে ৩ অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি ঘোষণা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় তার বদলে নজরুল ইসলাম খান কর্মসূচি ঘোষণা করেন।

নজরুল ইসলাম খান বলেন, “মঙ্গলবার ঢাকা জেলা জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে। ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ।

২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!