• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাণিজ্যমেলায় ব্লেজার বিক্রেতাদের মাথায় হাত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০২:০২ পিএম
বাণিজ্যমেলায় ব্লেজার বিক্রেতাদের মাথায় হাত
ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। ছবি : সংবাদ প্রকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরুতে বড়দের একটি ব্লেজার বিক্রি হতো সর্বনিম্ন ২২০০ টাকায়। এখন ছাড় দিয়ে সেটি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। তাতেও ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শীত কমে যাওয়ায় ব্লেজারের চাহিদা পড়ে গেছে বলে জানান তারা।

বিক্রেতারা বলছেন, জানুয়ারির মাসে শুরুতে মেলা শুরু হলে ব্লেজারের চাহিদা থাকতো। কারণ তখন বেশ শীত ছিল।

মেলা ঘুরে দেখা যায়, ব্লেজারের ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আবার ৬ পিসসহ ব্লেজার ৪০০০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া শুরুতে ছোটদের ব্লেজারে যেখানে ২০০০ হাজার টাকা বিক্রি হতো সেখানে এখন ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

রফিক নামের এক ব্লেজার ব্যবসায়ী সংবাদ প্রকাশকে বলেন, “এখন গরমের পড়ছে। তাই ব্লেজার বিক্রি হচ্ছে খুব কম। আর যাদের টাকাপয়সা বেশি আছে, তারা ডিসকাউন্টের সময় ১-২ ব্লেজার কিনে রাখছেন।”

আব্দুল্লাহ নামের এক ক্রেতা সংবাদ প্রকাশকে বলেন, “এখন গরম পড়ছে, তাই ব্লেজারের চাহিদা কম। কাপড়ের মান খারাপ, দামও তুলনামূলক বেশি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!