• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বেনাপোল এক্সপ্রেসে আগুন, বার্ন ইনস্টিটিউটে আরও দুই নারী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৯:৫১ পিএম
বেনাপোল এক্সপ্রেসে আগুন, বার্ন ইনস্টিটিউটে আরও দুই নারী
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও দুইজনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শিশুসহ মোট ১০ জন ভর্তি হলো।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে মুগদা হাসপাতাল থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা।

তারা হলেন, ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)।  

তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, “ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আরও দুইজনকে বিকেলে মুগদা হাসপাতাল থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হালিমাকে (৫০) আইসিইউতে পাঠানো হয়েছে এবং ওয়াহিদাকে (২৬) পোস্ট অপারেটিভে স্থানান্তর করা হয়েছে। তাদের দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এর আগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন, আসিফ মোহাম্মদ খান (৩০), ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিস আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার। এছাড়া একই পরিবারের বাবা মা ও তাদের ২ সন্তান। ইকবাল (৪৮) ও তার স্ত্রী রত্না (৪০) তাদের দুই সন্তান রিহান (৬) ও দিহান (১১)।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!