হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কত ভাতা পান, তা প্রকাশ করেছেন। তিনি সোমবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে তা প্রকাশ করে বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জনগণের সেবার বিপরীতে সরকার তাকে ১ লাখ ৭২ হাজার ৯৭৩ টাকা ভাতা প্রদান করেছেন।
সায়েদুল হক বলেন, জনগণের কাছে সবকিছু প্রকাশ করা দরকার। তিনি তার আগেও তার এলাকায় কত টাকা বরাদ্দ এলো, তা ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
ফেসবুকে এমন তথ্য প্রকাশ করায় অনেকেই কমেন্ট করে সাধুবাদ জানান। অনেকে বলেন, কোনো এমপি এমন তথ্য আগে প্রকাশ করেননি। আশরাফুজ্জামান সুজন কমেন্টে লেখেন, “আজকে আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের পে-স্লিপ দেখার সুযোগ পেলাম।”
বিষয়টি এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
অনেকের মনে প্রশ্ন, আগে এমন বিষয়গুলো জনসাধারণের নজরে আসেনি। এখন ফেসবুক পেজে আমরা সবকিছু জানতে পারছি, এটা ভালো উদ্যোগ।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























