• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৩:২৯ পিএম
গাজায় নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নারকীয় হামলার ঘটনায় নিহতদের শনিবার (২১ অক্টোবর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। ওই দিন সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে শুক্রবার (২০ অক্টোবর) দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়া করার আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, “শুধু মসজিদেই না, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারাও নিজ নিজ মন্দির, গির্জায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য প্রার্থনা করবেন। যেন ফিলিস্তিনিরা নিজ দেশে অধিকার নিয়ে বাঁচতে পারে।”

প্রধানমন্ত্রী বলেন, “ইসরায়েল যেভাবে হাসপাতাল হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা একটা নিন্দা জানিয়েছি। আমাদের কথা হচ্ছে, দ্রুত এটা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিরা তাদের ন্যায্য জায়গা যেন ফেরত পান, যে জায়গাগুলো দখল করছে তাদের দিতে হবে। সেখানে শুধু মুসলমান নয়, খ্রিষ্টান, ইহুদি অনেকেই ছিল, যারা মারা গেছেন। আমি অনুরোধ করব আগামী শুক্রবার সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন জুমার পরে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়।”

শেখ হাসিনা বলেন, “ফিলিস্তিনের আজকের যে শিশু ও নারী আহত রয়েছে, তাদের জন্য ইতোমধ্যে আমি আমার স্বাস্থ্যমন্ত্রীকে বলে দিয়েছি ওষুধের ব্যবস্থা করতে। আমাদের অফিস থেকে যোগাযোগ করে তাদের জন্য কিছু শুকনো খাদ্য বা শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমরা পাঠাবো। সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের যতটুকু সামর্থ্য থাকুক আমরা দুর্গত মানুষের পাশে আছি। ওআইসির যারা রাষ্ট্রদূত আছেন তাদের সঙ্গে আমরা বৈঠকে বসেছি। সেখানে বলেছি, সবাইকে এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সঙ্গে আছি। বারবার তাদের ওপর আঘাত হানা, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা আমরা মানতে পারি না। আমরা যতটুকু পারি আমরা করব।”

Link copied!