• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে : নিখিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৩:০৭ পিএম
বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে : নিখিল
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে মাইনুল হোসেন খান নিখিল। ছবি : সংগৃহীত

যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

রোববার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইনুল হোসন নিখিল বলেন, “বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আত্মবিস্মৃত বাঙালি জাতি পেয়েছিল সঠিক দিক নির্দেশনা। শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। আজ বাঙালি এগিয়ে যাচ্ছে বলেই তার মূলে আছে আমাদের স্বাধীনতা। আর সেই স্বাধীনতার সামনে আছেন বঙ্গবন্ধু।”

অধ্যক্ষ শাহনাজ বেগমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি সাহাদাত হোসেন।

Link copied!