• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রোববার সন্ধ্যা থেকে বন্ধ বঙ্গবন্ধু টানেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০২:৫৪ পিএম
রোববার সন্ধ্যা থেকে বন্ধ বঙ্গবন্ধু টানেল
বঙ্গবন্ধু টানেল। ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসায় রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে সোমবার (২৭ মে) সকাল পর্যন্ত চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মহিববুর রহমান বলেন, “লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ থাকবে। এমনকি বঙ্গবন্ধু টানেল রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”

দুর্যোগ প্রতিমন্ত্রী আরও বলেন, “ঝড়ের কারণে সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমরা মনে করি বৃষ্টিপাতের জন্য সারা দেশই ক্ষতিগ্রস্ত হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!