বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এখন পর্যন্ত যে কর্মসূচি দিয়েছি, সেগুলো গণতান্ত্রিক কর্মসূচি। আর আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বাকশাল শাসনে বিশ্বাসী।”
রোববার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নওগাঁয় সুলতানা জেসমিন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, “জিনিসপত্রের দাম কীভাবে বেড়েছে তা আপনারা সবচেয়ে ভালো জানেন। আপনারা থালা-বাটি, ঝাড়ু নিয়ে মিছিল করতে পারেন। আপনারা রাস্তায় নামলে তখন সবাই নামবে।”
মির্জা ফখরুল বলেন, “বেশিরভাগ থানায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে। ঢাকাতে পুলিশ কমিশনার বললেন, বাইরে কোনো সমাবেশ করা যাবে না। কোন আইনে বললেন, সমাবেশ করা যাবে না? অথবা আমাদের কোনো কর্মসূচি পালন করতে দেবেন না। এটা মগের মুল্লুক নাকি?”
বিরোধী দলের প্রোগ্রামে সরকারে বাধা নিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করছি, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে বিরোধীদলীয় প্রোগ্রামগুলোতে উস্কানি দিয়ে, হামলা করে সংঘাত সৃষ্টি করতে চায়। আমরা এখন পর্যন্ত যতগুলো কর্মসূচি দিয়েছি, সবগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”
মির্জা ফখরুল আরও বলেন, “আওয়ামী লীগ সবসময় বলতে থাকে, তারা সংবিধান মেনে চলবে। সেই সংবিধানে তো পরিষ্কারভাবে বলা আছে, আমার কথা বলার অধিকার দিতে হবে। প্রতিবাদ করার সুযোগ দিতে হবে।”
নওগাঁর জেসমিন হত্যাকাণ্ড নিয়ে মির্জা ফখরুল বলেন, “জেসমিনের হত্যাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যারা গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে, তারা মানুষ হত্যা করে, নির্যাতন করে, গ্রেফতার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।”