• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘স্বৈরাচার ফ্যাসিস্ট যেন সংসদে আসন নিতে না পারে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:২৪ পিএম
‘স্বৈরাচার ফ্যাসিস্ট যেন সংসদে আসন নিতে না পারে’
বক্তব্য রাখছেন ড. বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, “স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। আর রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে।”  

শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা বোর্ডে ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, “কুৎসিততম লোকগুলো দূরে রাখার অনেকগুলো সুপারিশ করেছি। আশা করছি, সরকার এবং রাজনৈতিক দলগুলি এগুলো গ্রহণ করবেন। তার মাধ্যমে আমরা সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।”  

বদিউল আলম মজুমদার আরও বলেন, “নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, তাদের যোগ্যতা-অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি। যাতে কুৎসিত লোকগুলো যেন ওই সুন্দর ইমারতটাতে (সংসদ) প্রবেশ করতে না পারে।” 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!