• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

টঙ্গীতে সংঘর্ষের পর ঢাকা মেডিকেলে হামলা, সেনা মোতায়েন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০২:১৩ পিএম
টঙ্গীতে সংঘর্ষের পর ঢাকা মেডিকেলে হামলা, সেনা মোতায়েন
ঢামেকের সামনে সামনে সেনা মোতায়েন। ছবি : সংগৃহীত

টঙ্গী ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও। সেখানে মাওলানা জোবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢামেক সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢামেকে চিকিৎসারত আহতরা জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে হাসপাতালের জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়।

Link copied!