• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

লঘুচাপের টানে সব মেঘ সাগরে, বাড়ছে গরম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৩, ১০:১৯ পিএম
লঘুচাপের টানে সব মেঘ সাগরে, বাড়ছে গরম

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় স্থলভাগের সব মেঘ সেখানে চলে গেছে। যার ফলে দেশের আকাশে কোনো মেঘ নেই। আকাশ পরিষ্কার থাকার সূর্যের আলো সরাসরি পড়ছে ভূপৃষ্ঠে। এতে বেড়েছে গরম। সৃষ্টি হয়েছে দাবদাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আজ রাতে মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আর দু–এক দিনের মধ্যে রূপ নেবে তা ঘূর্ণিঝড়ে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আলম জানান, বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরি হলে সাধারণত সেখানে স্থলভাগ থেকে বেশির ভাগ মেঘ চলে যায়। ফলে পরিষ্কার আকাশে সূর্যকিরণ বেড়ে রোদের তীব্রতা বাড়ে।

আগামী কয়েক দিন এ দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

এদিকে আজ (৯ মে) রাজধানীর তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ওঠে। ১৯৭৯ সালের পর মে মাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!