• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৮:৪০ পিএম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী যেন কমছেই না। মৃত্যও বাড়ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮৯ জন মারা গেছেন।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৮ এবং ঢাকার বাইরের ২৬৬ জন। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর শুরু থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!