• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ওয়াসার লাইনের কাজ করতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১০:৫৭ এএম
ওয়াসার লাইনের কাজ করতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর এলাকায় ওয়াসার লাইনের কাজ করার সময় অগ্নিদগ্ধ হয়েছেন পাঁচ শ্রমিক। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. মেহেদী (২৩), মো. জুয়েল (২১), মো. সিয়াম (২০) আব্দুল মোমিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২৪)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের নিয়ে আসা আনিস জানান, দগ্ধ পাঁচজন ওয়াসার শ্রমিক। সকাল সাড়ে ৬টার দিকে ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর এলাকায় মাটি খোঁড়াখুঁড়ি করছিলেন তারা। লাইটার দিয়ে গ্যাস চেক করার সময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। এতে পাঁচজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্টের ইউসিবি চত্বর এলাকা থেকে পাঁচজন দগ্ধ হয়ে এসেছে। তাদের আট থেকে পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Link copied!