• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন নামঞ্জুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৭:৩৬ পিএম
বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন নামঞ্জুর

চাঁদপুরের ‘বিতর্কিত’ ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম জানান, জামিন শুনানির জন্য বুধবার বেলা ১১টায় সেলিম খান আদালতে হাজির হন। বিকেলে তার বিষয়ে শুনানি হয়।

আদালত সূত্রে জানা যায়, ‘বালুখেকো’ হিসেবে পরিচিত সেলিম খান গত ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে একই বিচারকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুদক তার জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!