বিশ্ব রোগী সুরক্ষা দিবস শনিবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১০:৪৩ এএম
বিশ্ব রোগী সুরক্ষা দিবস শনিবার

সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালন করা হচ্ছে বিশ্ব রোগী সুরক্ষা দিবস। প্রতি বছরের ‘১৭ সেপ্টেম্বর’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব রোগী সুরক্ষা দিবস (World Patient Safety Day) পালন করা হয়। ২০১৯ সালের মে মাসে দিবসটি পালন শুরু হয়। এরপর থেকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর ওষুধ-সম্পর্কিত ক্ষতি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে জোর দিয়েছে। ওষুধের নিরাপত্তা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপের পরামর্শ দিয়েছে। ওষুধের নিরাপদ ব্যবহারে সক্রিয়ভাবে জড়িত থাকার জন্য রোগী এবং পরিবারকে ক্ষমতায়ন করার কথা বলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর নিম্ন ও মধ্য-আয়ের দেশের হাসপাতালগুলোতে রোগীদের অনিরাপদ যত্নের কারণে ১৩৪ মিলিয়ন প্রতিকূল ঘটনা ঘটে, যার জেরে বার্ষিক ২ দশমিক ৬ মিলিয়ন মানুষের মৃত্যু হয়।

ওষুধের ত্রুটি ঘটে যখন দুর্বল ওষুধ ব্যবস্থা এবং মানুষের কারণ যেমন ক্লান্তি, খারাপ পরিবেশগত অবস্থা বা কর্মীদের ঘাটতি ওষুধ ব্যবহারের প্রক্রিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করে। এর ফলে রোগীর মারাত্মক ক্ষতি, অক্ষমতা এমনকি মৃত্যুও হতে পারে। চলমান COVID-19 মহামারী ওষুধের ত্রুটি এবং সংশ্লিষ্ট ওষুধ-সম্পর্কিত ক্ষতির ঝুঁকিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২২ এর থিম হিসেবে ‘ক্ষতি ছাড়া ওষুধ’ (Medication Without Harm) স্লোগানকে বেছে নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!