পানিতে ডুবে শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ১২:২৫ পিএম
পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় খাদের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকালে সালথার গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু মৃত্যুর বিষয়টি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের ব্যবসায়ী আবুল মাতুব্বরের একমাত্র ছেলে।

নিহত শিশুর পরিবার জানায়, শনিবার সন্ধ্যার আগে শিশু আব্দুল্লাহকে বাড়ির উঠানে রেখে গিয়ে তার মা রোদে শুকানো পাটকাঠির পরিচর্যা করতে যান। কিছু সময় পর এসে আব্দুল্লাহকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় বাড়ির পেছনে ছোট একটি খাদের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে সালথা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!