• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

পারভেজ হত্যায় ২ ছাত্রীকে আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:৫৮ এএম
পারভেজ হত্যায় ২ ছাত্রীকে আটক
ছবি : সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি।

আটক শিক্ষার্থীরা হলেন ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা। এ নিয়ে এ হত্যা মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবি বলছে, পারভেজ হত্যাকাণ্ডের ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা আত্মগোপনে ছিলেন। পরে বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে তারা জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশের একটি ভবনে দুই দিন আগে বাসা ভাড়া নেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের এই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!