বিএনপি ও বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন (১৯ নভেম্বর) সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন।
বিজিবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে হরতালের প্রথম দিনে রোববার সকালে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে সিএনজি অটোরিকশায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেওয়া হয়।