• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

কনস্টেবল পারভেজ হত্যায় জড়িত দুই আসামি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৩:১৮ পিএম
কনস্টেবল পারভেজ হত্যায় জড়িত দুই আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে নিহত পারভেজের জানাজা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, “গ্রেপ্তাররা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা পুলিশের কাছে স্বীকার করেছেন যে তারাসহ আরও অনেকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্য পারভেজকে হত্যা করেছেন। দেশের সম্পদ রক্ষায় পুলিশ জীবন দিয়েছে। বাকি হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে, দুপুর ১২টার আগে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে কনস্টেবল পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর দেড়টার দিকে জানাজা সম্পন্ন হয়। সেখানেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে এই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!