• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে একদিনেই ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক আক্রান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৪:৩৪ পিএম
রাজধানীতে একদিনেই ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক  আক্রান্ত

করোনার পাশাপাশি মাথা চাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে চলতি বছরের রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। 

অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৪১৯ জন, বাকি ৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৪৯ জন। ডেঙ্গুতে এই বছর ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!