• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অবরোধের ২৭ ঘণ্টায় সারা দেশে ১৬ অগ্নিকাণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৫:৫৩ পিএম
অবরোধের ২৭ ঘণ্টায় সারা দেশে ১৬ অগ্নিকাণ্ড
বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মুগদায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির গত ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৬৩ শতাংশ ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকা মহানগর ও বিভাগীয় অঞ্চলগুলোতে।

বুধবার (১ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশে মোট ১৬টি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া গেছে। 

উচ্ছৃঙ্খল জনতা দ্বারা এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরমধ্যে ৪টি ও ৬টি অগ্নিকাণ্ড মিলিয়ে মোট ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকা মহানগর ও বিভাগীয় অঞ্চলগুলোতে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩টি এবং রাজশাহী বিভাগে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম এবং ১টি পুলিশ বক্স পুড়ে যায়।

Link copied!