করোনার টিকা নিলেন খালেদা জিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৪:৩১ পিএম
করোনার টিকা নিলেন খালেদা জিয়া

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (১৯ জুলাই) বিকেল পৌনে চারটায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি। হাসপাতাল প্রাঙ্গণে গাড়িতে বসেই টিকা নেন তিনি। 

এসময় খালেদা জিয়াসহ ছয় জনকে টিকা দেয়া হয়েছে। বাকি পাঁচজন হলেন বিএনপি নেত্রীর পরিবারের সদস্য।

সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। তার টিকা নেয়ার কেন্দ্র আসে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন তার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

Link copied!