• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাল্টে গেল চন্দ্রিমা উদ্যানের নাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ১২:২৯ পিএম
পাল্টে গেল চন্দ্রিমা উদ্যানের নাম
ছবি : সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন লাগোয়া শেরেবাংলা নগরের ‘চন্দ্রিমা উদ্যানের’ নাম বদলে ‘জিয়া উদ্যান’ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ‘চন্দ্রিমা উদ্যানের’ পরিবর্তিত নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত এই উদ্যান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!