• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মেট্রোরেলে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে আটক ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৯:৪৫ এএম
মেট্রোরেলে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে আটক ১
ছবি : সংগৃহীত

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো. ফরিদ প্রকাশ নামের একজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফরিদ ও তার দল মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেন।

আটক ফরিদ প্রকাশ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেলের ভেতরে যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী টের পেলে তাকে ধরে ফেলেন। পরে কারওয়ান বাজার স্টেশনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মুঠোফোন টান মেরে ছিনতাই করেন। কিন্তু ইদানীং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করেছে।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!