• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

৬ মাদক কারবারি আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৬:৪৫ পিএম
৬ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ থেকে ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট পাচারকালে তাদের আটক করা হয়। এ সময় মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হতে বিশেষ কৌশলে (পাকস্থলীর ভেতর) বহন করে প্রাইভেট কারযোগে রাজধানীর দিকে নিয়ে আসছে। চক্রটিকে আটকের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে র‌্যাবের আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভাস্থ কাঞ্চন সেতুসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায়। অভিযানকালে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে গাড়িটির গতিরোধ করে এবং তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৫০টি ইয়াবা পাওয়া যায়। 

এ সময় চালকসহ মাদকব্যবসায়ী চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়। তারা হলেন গোপালগঞ্জের ইমন হোসেন (২০), লালমনিরহাটের আজিজুল ইসলাম (২২), শেরপুরের শাহিন মন্ডল (৩০) ও মামুনুর রশিদ (২৫), জামালপুরের হাসিবুর রহমান ইয়াছিন (১৮) এবং চট্টগ্রামের ইমরান (৩১)।

Link copied!