• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৭:১৫ পিএম
২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজ
ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ নামের একটি জাহাজ।

আটকা পড়া জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি বলে জানা গেছে। এছাড়া জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, “বাংলার সমৃদ্ধি নামের জাহাজটি অলিভিয়া বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজটিকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।”

তারা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!