• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

১০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৮:২০ পিএম
১০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

চলতি আগস্ট মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৩২ জন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জনই মারা গেছেন আগস্টে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১০ হাজার ৯০ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এদের মধ্যে ২১৩ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ২০ জন।

সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৪ জন, আর বাকি ১৪৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

Link copied!