• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০২:৪৪ পিএম
হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানী সাভারের আশুলিয়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার সোহরাব আলী (৬৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।  

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে সোহরাব আলীকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫২০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রীত ১ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।  

এ বিষয়ে রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আটক সোহরাব আলী সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে এ নেশার দ্রব্য বিক্রি করে আসছিল।

Link copied!