• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে আটক ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৩:৩৫ পিএম
সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে আটক ২
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযানে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

আটক যাত্রীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) ও কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী (৪৬)।

শুক্রবার (২৯ অক্টোবর) হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে ওই দুই যাত্রীকে করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করা হয়।

আর্মড পুলিশ বলছে, জব্দ করা ওই সৌদি রিয়ালসহ বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন দুই যাত্রী।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, “আজ (শুক্রবার) ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল দুবাইয়ে। পরে আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ছয় লাখ পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার সমমূল্যের।

জিয়াউল হক আরও বলেন, “আটক দুইজন লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। বিমান থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।

এদিকে বিমানবন্দর থানায় মামলা দায়েরপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান আর্মড পুলিশের এই কর্মকর্তা।

Link copied!