• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সারা দেশে আরও ২৩৯ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৭:৩৩ পিএম
সারা দেশে আরও ২৩৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫। 

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ২৭১ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩।

মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ ও নারী ১১৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ২৭১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩। রোগী শনাক্ত হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ২০ শতাংশ।

একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৯ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫। 

এর আগে সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩ ও মঙ্গলবার ২০০ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

Link copied!