সারা দেশে আরও ১৩৪ জনের মৃত্যু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:০৮ পিএম
সারা দেশে আরও ১৩৪ জনের মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। 

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৯১২।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ২৫৬।

মৃত ১৩৪ জনের মধ্যে মধ্যে পুরুষ ৮৪ জন এবং নারী ৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮ জন, ময়মনসিংহে ৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ১৫ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে তিনজন ও সিলেটে একজনের মৃত্যু হয়। এদের ১০৭ জনের মৃত্যু হয় সরকারি হাসপাতালে, ২০ জনের বেসরকারি হাসপাতালে ও বাসায় মৃত্যু হয় সাতজনের।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

Link copied!