• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

শিল্পীর প্রতি অন্যায় আচরণ বন্ধসহ ছয় দফা দাবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:৪০ পিএম
শিল্পীর প্রতি অন্যায় আচরণ বন্ধসহ ছয় দফা দাবি

শিল্পীর প্রতি অন্যায় আচরণ বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে শিল্পী সমাজের একাংশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ দাবি জানানো হয়।

শিল্পীর পাশে ব্যানারে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়। ‘শিল্পীর প্রতি সকল প্রকার অন্যায় আচরণ বন্ধের দাবিতে’ আয়োজিত এ সমাবেশে দেশের সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিবর্গ যোগ দেন।

সমাবেশে শিল্পীর প্রতি অন্যায় আচরণ বন্ধের প্রতিবাদে যেসব দাবি জানিয়েছে সেগুলো হলো—

১। শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্ন বিধিনিষেধ আরোপ এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শিল্প-সংস্কৃতির স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না।
২। কোনো অনিয়মতান্ত্রিক আইনী প্রক্রিয়ায় যেন শিল্পীদের হেয় করা না হয়।
৩। আর কোনো শিল্পীকে যেন মোরাল পুলিশিং, সাইবার বুলিং, মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়।
৪। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।
৫। কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ের বিকৃতির বিরুদ্ধে বিটিআরসির সক্রিয় ভূমিকা কামনা করছি।
৬। তল্লাশী, গ্রেপ্তার এবং রিমান্ড বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া দিক নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন চাই।

সমাবেশে বক্তারা বলেন, “শিল্প-সংস্কৃতির মানুষেরা শিল্প চর্চার পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিল্প-সংস্কৃতির মানুষের প্রতিবাদের ইতিহাস অনেক দীর্ঘ। আজকের বাস্তবতায় এই মানুষেরা প্রতিবাদ করতে এবং পথে নামতে বাধ্য হচ্ছে।”

বক্তারা আরো বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, শৈল্পিক মতপ্রকাশের অধিকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে রুদ্ধ করা হচ্ছে। এক অদৃশ্য শিকলে আমাদের বেঁধে ফেলা হচ্ছে। আমরা আরও লক্ষ্য করছি— সামাজিক যোগাযোগমাধ্যমে এবং প্রশাসনের কারো কারো দ্বারা বিভিন্ন সময়ে শিল্পীকে হেয় করা হচ্ছে। বিভিন্ন আইনী প্রক্রিয়া, মোরাল পুলিশিং, সাইবার বুলিং, মিডিয়া ট্রায়াল ইত্যাদির মাধ্যমে শিল্পীসমাজকে নির্মম ও কুৎসিত বাস্তবতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যার ফলে অনেককেই সামাজিক মর্যাদা হারাতে হচ্ছে। আমরা অবিলম্বে এই পরিস্থিতির অবাসন চাই।”

সমাবেশে উপস্থিত রয়েছেন নাট্যকার মামুনুর রশিদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়োজিদ, মোস্তফা মনন, কাজী রোকসানা রুমা, অপরাজিতা সংগীতা, জয়িতা মহলানবিশ।

Link copied!