রাজধানীতে লাশবাহী ফ্রিজিং গাড়ি চাপায় আজহার আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দোলাইপাড়ের একটি বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর দোলাইপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আজহারের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নূরপুর গ্রামে। তার বাবা মৃত হাফিজউদ্দিন ব্যাপারী।
শ্যামপুর থানার পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দোলাইপাড় ডেলটা হাসপাতালসংলগ্ন এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আজহার। এ সময় পোস্তাগোলার দিক থেকে আসা লাশবাহী একটি ফ্রিজিং গাড়ি তাকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজহারকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, চালক লাশবাহী ফ্রিজিং গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। আজহার আলম পশ্চিম দোলাইপাড় পান্থনিবাস নামের একটি বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন।