করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে চলমান লকডাউনের চতুর্থ দিন চলছে আজ। পাশাপাশি সকাল থেকেই অঝোরে ঝরছে বৃষ্টি। লকডাউন আর বৃষ্টিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকার সড়কগুলো। অল্প কিছু মানুষকে দেখা গেছে বৃষ্টির ভোগান্তি ডিঙিয়ে ছাতা মাথায় কর্মস্থলে যেতে।
বৃষ্টির মধ্যেও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে রাজধানীর রাস্তায়। ফলে সাধারণ মানুষের উপস্থিতি কমই আছে সকাল থেকে। সামান্য কিছু রিকশা দেখা গেলেও আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম।
রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তা অনেকটাই ফাঁকা। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। কিছু দোকানপাট খুললেও, বেশিরভাগই ছিল বন্ধ।
বিধিনিষেধ কার্যকরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
এর আগে শনিবার (৩ জুলাই) অকারণে বাইরে বের হওয়ায় রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়। বিধিনিষেধের প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে সরকার সাত দিনের জন্য সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে।