সরকারের কঠোর বিধিনিষেধের নতুন করে সময় বাড়ানোর দ্বিতীয় দিনে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। গণপরিবহন ছাড়া ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য গাড়ির চাপও সড়কে দেখা গেছে।
শনিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলছে। গণটিকা কর্মসূচি শুরু হওয়ায় কেন্দ্রে যেতে গাড়ির চাপ বেড়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কঠোর বিধিনিষেধ থাকলেও রাজধানীর বিভিন্ন স্থানের পরিস্থিতি অনেকটাই শিথিল অবস্থায় দেখা গেছে। কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা খোলা থাকায় কর্মস্থলে যেতে কর্মীরা সড়কে ভিড় করেছেন।গণপরিবহন না থাকায় পায়ে হেঁটেই অফিস বা গন্তব্যে যাচ্ছেন বলে কর্মীরা অভিযোগ করছেন।
এদিকে বিভিন্ন এলাকায় চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রয়েছেন। রাজধানীর আগারগাঁও, মিরপুর, রামপুরা, কারওয়ান বাজার, বনানী, রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর সড়কে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। তবে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক রিয়াজুল জানান, “রাস্তায় মানুষের উপস্থিতি বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সবাইকে তল্লাশি করা বা বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া কঠিন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে জোর দেওয়া হচ্ছে। মাস্ক পরা নিশ্চিত করছি।”
সরকারের দেওয়া এই কঠোর বিধিনিষেধ চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ আগস্ট থেকে গণপরিবহণসহ সবকিছু সীমিত পরিসরে চলবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৪৮ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১৫০ জন এবং মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।