• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৯


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৩:৩২ পিএম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। 
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শুক্রবার (১ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (২ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩১ হাজার ৪৫ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল, আড়াই লিটার দেশি মদ, ১২টি ইনজেকশন, এক কেজি ২০০ গ্রাম আইস ও ১৫ কেজি ৮৬০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
 
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি।

Link copied!