• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

রাজউকের গাড়িচালকের কোটি টাকার অবৈধ সম্পদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৫:৪৮ পিএম
রাজউকের গাড়িচালকের কোটি টাকার অবৈধ সম্পদ

কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক গাড়িচালক মো. আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রাজউকের সাবেক গাড়িচালক মো. আব্দুল জলিল আকন্দ (৬০) নিজ নামে ৫৭ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা ও তার স্ত্রী জাহানারা বেগমের (৫১) নামে ১ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪২ টাকাসহ সর্বমোট ১ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৪০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করতে স্ত্রীর নামে মৎস্য ও হ্যাচারি ব্যবসায় কথিত বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও দণ্ডবিধি ১০৯ ধারায় দুদক, সজেকা, ঢাকা-১ এ একটি মামলা রুজু করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম।

এর আগে ২০১৭ সালে আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের আগস্টে অনুসন্ধান প্রতিবেদন দাখিলপূর্বক তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। ২০১৮ সালের ডিসেম্বরে আসামিরা দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।

Link copied!