রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার সহকারী ইনচার্জ আবদুল্লাহ খান। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আবদুল্লাহ খান আরও বলেন, “আশপাশের লোকজনের মুখে জানতে পারি, তিনি একজন ভবঘুরে ছিলেন। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।”
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ী থেকে অচেতন একজনকে নিয়ে এসেছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
বিষয়টি যাত্রাবাড়ী থানা তদন্ত করে দেখছে বলে জানান তিনি।