মাহির ‘এইডা কপাল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:১১ পিএম
মাহির ‘এইডা কপাল’

প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ার ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। এবার তিনি করলেন প্রযোজনাও। মাহি প্রযোজিত প্রথম ওয়েব ফিল্মের নাম ‘এইডা কপাল!’। যেখানে অভিনয়ও করেছেন এই তারকা। আগামীকাল (২৫ জুন) বায়োস্কোপে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।

এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমা প্রমুখ।

ওয়েব ফিল্মটি নিয়ে মাহি বলেন, “এটি এক রাতের গল্প। এক রাতেই শুট হয়েছে। সাজানো হয়েছে একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আমরা যখন এর শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই তখন টানা বৃষ্টি। কিন্তু কয়েকদিন পর যখন শুটিং শুরু করি, তখন আবার বৃষ্টি উধাও।”

প্রযোজনা করা প্রসঙ্গে তার ভাষ্য, “প্রযোজনার বিষয়টি বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হাঠৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।”

‘এইডা কপাল’-এ রয়েছে একটি মৌলিক গান। যার সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।  গানটির র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন র‌্যাপস্টা সিএফডি।

Link copied!