সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৮ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার দুপুরে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাটে তার অন্তেষ্টিত্রিুয়া সম্পন্ন হয়।
ভারতী নন্দী সরকার দিনাজপুর থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা।