• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বর্জ্য সংগ্রহকারী হাতে দিন: মেয়র তাপস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১২:৪১ পিএম
বর্জ্য সংগ্রহকারী হাতে দিন: মেয়র তাপস

কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতাকর্মী ও বর্জ্য সংগ্রহকারীদের হাতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে অংশ নেন মেয়র তাপস।

নামাজ শেষে পশুবর্জ্য অপসারণ প্রসঙ্গে প্রশ্ন করলে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসসিসি মেয়র।

একদিনের মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে তিনি উল্লেখ করেন।

একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি উল্লেখ করে মেয়র তাপস বলেন, “আপনারা সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন, কোরবানি দিন। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকেই কাজ করবে। বর্জ্য তাদের হাতে দেবেন।”

Link copied!