ফরিদপুর করোনায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫০৪ জনের। একই সময়ে ২৩৭ নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ২১ দশমিক ৫১। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৪৪ জনে।
ফরিদপুরের সিভিল সার্জনের ডা. সিদ্দিকুর রহমান শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। মৃত দুইজনই ফরিদপুরের বাসিন্দা।
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪৯ জনের মধ্যে ভাঙ্গায় ১৬ জন, বোয়ালমারীতে একজন, নগরকান্দায় তিনজন, মধুখালীতে ১০জন, সদরপুরে একজন, সালথায় একজন ও ফরিদপুর সদরে ১৭ জন রয়েছেন। বাকি দুইজন শনাক্ত হয়েছেন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, হাসপাতালে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৮৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৬১ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০৪ জন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























